pacman, rainbows, and roller s
মাতৃভাষা কবি : আশরাফুল ইসলাম স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ তুমি মায়ের মুখের ভাষা, প্রাণের চেয়েও প্রিয় তুমি আমার মাতৃভাষা। ... ... তোমাকে পেয়েছি বায়ান্ন-এ অনেক প্রানের বিনিময়ে, তুমি আছ হৃদয়ের কোঠায় নিত্য অমর হয়ে। শহীদ মিনার গড়ে উঠল কিসের কারনে? বায়ান্নএর শহীদদের স্মৃতির স্মরনে। মোহাম্মাদ আলি জিন্নাহ তোমার গর্ব ভরা কথা, বাংলার মানুষের হৃদয়ে দিল বিষন্নতার ব্যাথা। বাংলার দামাল ছেলেরা করল তাই সংগ্রাম, ইতিহাসের পাতায় স্বর্নাৰরে উঠল তাদের নাম। বায়ান্নএ রতাদেরই রক্ত ঝরা অবদান, কথা বলি বাংলায়, বাংলায় গাই গান। সারাটা জীবন বাংলায় কথা বলে যাবো অবিরাম, যার জন্য সালাম বরকত করেছিল সংগ্রাম। বাংলা আমার জীবন সাথী,বাংলা আমার আশা, তুমি থাকবে হৃদয়ে গাথা,তুমি আমার ভালবাসা।
রক্তঝরা একাত্তর কবি : মো: আশরাফুল ইসলাম একাত্তর তুমি পশ্চিম পাকিস্তানের অন্যায় ও শোষণ, একাত্তর তুমি শেখ মুজিবের বজ্র কন্ঠে ভাষণ. একাত্তর তুমি পচিশে মার্চের কালো রাতের কাহিনী, একাত্তর তুমি কাউকে বাচতে দাওনি. একাত্তর তুমি দীপ্ত কন্ঠে স্বাধীনতার ঘোসনা, একাত্তর তুমি এহাহিয়া, ভুট্টোর দারুন প্রতারণা. একাত্তর তুমি ৯ মাস ধরে রক্তক্ষয়ী যুদ্ধের কথা, একাত্তর তুমি ছিনিয়েম এনেছ বাংলার স্বাধীনতা. একাত্তর তুমি বিদেশী হায়েনার চরম অত্যাচার, একাত্তর তুমি কোটি বাঙালির হৃদয়ের হাহাকার. একাত্তর তুমি ভয়ংকর, তুমি মৃত্যু যন্ত্রণা, একাত্তর তুমি লাখো মা বোনের হৃদয়ে চাপা বেদনা. একাত্তর তুমি এই বাংলার দামাল ছেলের প্রাণ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মুক্ত কন্ঠে গান. একাত্তর তুমি ১৬ ই ডিসেম্বর এ বিজয়ের উল্লাস, একাত্তর তুমি বাঙালির জীবনে নতুন ইতিহাস.
অমর একুশে কবি : মো: আশরাফুল ইসলাম মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারী, লাখো বাঙালির কাতর চিত্তে করুন আহাজারি. ... একুশ তুমি বাংলার মানুষের হৃদয় ভরা আশা, তোমার কারণে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা. রক্ত ঝরালো সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার, বায়ান্নর সেই করুন কাহিনী মনে পড়ে বারবার. স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই বিষন্ন দিনের কথা, যত ভাবি ততই যেন মনে পাই বড় ব্যথা. প্রতিবাদে মুখর দৃঢ় চিত্তে বাংলার দামাল ছেলে, আরো আছে কত শ্রমিক, যুবক, নারী, কৃষক ও জেলে. অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার, বাঙালিরা পেল মাতৃভাষার সোনালী দিবাকর. রক্তের বিনিময়ে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা, একুশ তুমি চির অমর তুমি আমাদের ভালবাসা...